ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখলেও হামজা চৌধুরীকে নিয়ে দুশ্চিন্তায় লেস্টার সিটি। মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বার্মিংহামের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যদিও ফেসবুক পোস্টে ভক্তদের চিন্তা কিছুটা হলেও কমিয়েছেন হামজা।
আর্মব্যান্ড পরেই মাঠে নেমেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। খেললেনও অধিনায়কের মতো। দ্যুতি ছড়ালেন মাঠের লড়াইয়ে। লেস্টার সিটির জার্সি গায়ে চোখধাঁধানো গোলে ক্লাবটিকে এগিয়েও নিয়েছিলেন। কিন্তু হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুবার লিড নিয়েও লাভ হয়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচ থেকে যায় অমীমাংসিত।
ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা খুবই বাজেভাবে পার করেছে লেস্টার সিটি। অবনমন হওয়ায় আসন্ন মৌসুমে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে তাদের।